বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় মঙ্গলবার (১৭ অক্টোবর) শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাধুসঙ্গ। এতে যোগ দিয়েছেন দেশ–বিদেশের লালন ভক্ত অনুরাগীরা।
বাউল সম্রাট লালন সাঁইয়ের জীবন–কর্ম, ধর্ম–দর্শন, মরমী সংগীত ও চিন্তা চেতনা থেকে শিক্ষা নিতে দেশ–বিদেশের হাজারো ভক্ত অনুরাগী, দর্শনার্থী ভিড় করেছেন কুষ্টিয়ার ছেউরিয়ার লালন আখড়াবাড়িতে।
উৎসবে যোগ দিয়েছেন সাধু–গুরু, বাউল ও ভক্তরা। ছোট ছোট দলে ভাগ হয়ে লালন চর্চায় সময় কাটাচ্ছেন তারা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনের এ উৎসব আয়োজন করেছে লালন একাডেমি। আয়োজন নির্বিঘ্ন করতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
মঙ্গলবার রাতে সাধুসঙ্গ উদ্বোধন করেন আওয়ামী লীগ যুগ্ম–সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। লালন উৎসব শেষ হবে বৃহস্পতিবার।
আল/ দীপ্ত সংবাদ