২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা জয় পেলেও হেরেছে ব্রাজিল। লিমায় স্বাগতিক পেরুকে ২–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরেছে ব্রাজিল।
প্রথমার্ধেই জোড়া গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা বজায় রাখার পাশাপাশি শীর্ষস্থানও ধরে রাখল আর্জেন্টিনা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট লিওনেল স্কালোনির দলের। পয়েন্ট টেবিলে শীর্ষ চারটি দলের মধ্যে শুধু আর্জেন্টিনাই এখন পর্যন্ত নিজেদের সব ম্যাচ জিততে পেরেছে।
এদিকে মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরেছে ব্রাজিল। এই হারে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রইল ব্রাজিল। ২২ বছর পর ব্রাজিলকে হারালোউরুগুয়ে। ম্যাচের ৪৪ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।
আল/ দীপ্ত সংবাদ