রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

দুপুরে ব্ল্যাক ক্যাপদের মুখোমুখি হবে আফগানিস্তান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

বিশ্বকাপের ১৬তম ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান।

বুধবার (১৮ অক্টোবর) ভারতের চেন্নাইয়ে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

বিশ্ব আসরে ইংলিশ বধের পর দারুণ এক সময় পার করছে আফগানিস্তান। গেলবার কোনো জয় ছাড়াই বিশ্বকাপ শেষ করা আফগানদের জন্য এমন সাফল্য যেন স্বপ্নের মতো।

রশিদনবীর সঙ্গে মুজিবের স্পিনে দিশেহারা হতে হয় বিশ্বের বাঘাবাঘা ব্যাটারদের। সাথে পেস অ্যাটাকে ফজলহক ফারুকী ও নাভিন উল হকও ভড়কে দিতে পারেন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার। চেন্নাইয়ের বোলিংবান্ধব উইকেটে, যা কিনা বড় ত্রাসের কারণ হতে পারে ডেভন কনওয়েডার্লি মিচেলদের জন্য।

ব্যাটিংয়েও পিছিয়ে নেই খুব একটা। গুরবাজইব্রাহিম জাদরানরা, ক্রিজে টেকা মানেই পরীক্ষায় পড়তে পারেন ট্রেন্ট বোল্টইস সোধিরা। সাথে মিডল অর্ডারে মোহাম্মদ নবীর সামর্থ্য আছে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার।

তবে দারুণ ছন্দে থাকা কিউইদের কাছে উপমহাদেশের কন্ডিশন নিয়ে ভাবার খুব একটা সময় এখন নেই। কারণ জয় দিয়ে শুরু করা গেলো আসরের রানার্সআপদের কাছে এবার শিরোপা জেতাটাই আসল লক্ষ্য।

২০১৫ ও ২০১৯, পরপর দুবার বিশ্বমহাযজ্ঞের ফাইনাল খেলেও, হয়নি শিরোপা জেতা। এবার মিশন পূর্ণ করাই ব্ল্যাক ক্যাপদের লক্ষ।

রস টেলর বাদে দলটা প্রায় একই আছে। এক ম্যাচ খেলে কেন উইলিয়ামসন আবারো ইনজুরিতে পরায় তার বদলি খেলতে পারেন টম ব্লাডেল। এটা ছাড়া ডেভন কনওয়ে, টম ল্যাথাম, ডার্লি মিচেলদের ব্যাট আলো ছড়িয়েছে আগের ম্যাচগুলোতে।

ট্রেন্ট বোল্টম্যাট হেনরি জুটি ছড়ি ঘুড়াচ্ছেন প্রতিপক্ষ ব্যাটারদের উপর। সাথে যদিও যোগ দেন টিম সাউদি, তাহলে ইংলিশ বধের আনন্দ একেবারেই মাটিতে মিশে যাবে আফগানদের।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More