বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক বিশেষ সম্পর্ক। ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ গবেষণায় দেখা গেছে যে, ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে মানুষ সুখী হয়। বন্ধুত্ব মানে একে অন্যের সুখে–খুশিতে লাফিয়ে ওঠা একে অন্যের দুঃখে পাশে দাঁড়ানোর, মন খুলে কথা বলা, হেসে গড়াগড়ি খাওয়া আর চূড়ান্ত পাগলামি করা। বন্ধুত্ব কোনো বয়স মেনে হয় না, ছোট–বড় সবাই বন্ধু হতে পারে।
তবে এই বন্ধুত্বের সম্পর্কের মাঝেও অনেক সময় ফাটল দেখা যায়। সেটা বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে যদি তা ফেরত না দেওয়া হয় তখন এই সুন্দর সম্পর্কটা মলিন হয়ে যায়। এছাড়া সময় মতো ধারের টাকা পরিশোধ না করায় বন্ধুত্বের মধ্যে দূরত্ব বা ভুল–বোঝাবুঝির তৈরি হয়।
তবে সেই দূরত্ব দূর করার সুযোগ রয়েছে, আজ (১৭ অক্টোবর) বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন।
টাকার কারণেই অধিকাংশ বন্ধুত্ব নষ্ট হয়, টাকা ধার নেওয়ার কারণে কিংবা ধারের টাকা কখনও ফেরত না পাওয়ার কারণে। এ সমস্যা সমাধানের উপায় হিসেবে প্রত্যেক বছরের ১৭ অক্টোবরকে ‘ন্যাশনাল পে ব্যাক এ ফেন্ড’ হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবছর এদিনে দিনটি পালন করছে দেশটি।
আল/ দীপ্ত সংবাদ