টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। অ্যাডিলেডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ২২ বার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। এতে ১২ বার জিতেছে ভারত, আর ইংল্যান্ড জয় পেয়েছে ১০ ম্যাচে। এবারের বিশ্বকাপে শুরু থেকেই বেশ ভালো ফর্মে ভারত। সুপার টুয়েলভের ৫ ম্যাচের মধ্যে শুধু সাউথ আফ্রিকার কাছে হেরেছে দেশটি।
দুর্দান্ত ফর্মে আছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সুপার টুয়েলভের ৫ ম্যাচে গড়ে ১৪০ স্ট্রাইক রেটে, ২৪৬ রান নিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। দারুণ ফর্মে আছেন সূর্যকুমার যাদবও। ৫ ম্যাচ খেলে, ৭৫ স্ট্রাইক রেটে করেছেন ২২৫ রান।
অন্যদিকে আয়ারল্যান্ডের কাছে বৃষ্টি আইনে পরাজয় আর স্বাগতিকদের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়, গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে এসেছে ইংলিশরা। তবে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার ডেভিড মালান।
অন্যদিকে, অনুশীলনের সময় ডান হাতে ব্যথা পেয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারত অধিনায়কের খেলা নিয়ে তাই কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।