ওপার বাংলা আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যেকোনো বিষয়েই অত্যন্ত সুস্পষ্ট এবং খোলামেলা কথা বলেন তিনি। একদিকে তিনি যেমন অকপট, স্পষ্টবাদী, আবার ব্যক্তিগত জীবন নিয়েও খুল্লামখুল্লা। তাই হরহামেশাই নানা মন্তব্য করে আলোচনার ঝড় বইয়ে দেন।
সম্প্রতি এক ইন্টারভিউতে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় তিনি কেন কম কাজ করেন! সে বিষয়ে অভিনেত্রী বলেছিলেন, তিনি বাকিদের মতো তেল দিতে পারেন না। আর টলিউডের অনেকেরই আত্মসম্মান নেই। সে কারণেই বাকিদের তুলনায় তিনি কম কাজ পান।
সেই ইন্টারভিউতে অভিনেত্রী জানিয়েছিলেন, টলিউডে দুটো সিনেমা তখনই বাঁধা হয়ে যায় যখন একজন অভিনেত্রী কোনও অভিনেতা তথা হিরো বা ডিরেক্টরের সঙ্গে প্রেম করেন।
কাস্টিং কাউচের বিষয়ে তিনি জানান, একটি হিন্দি ছবিতে গোবিন্দর সঙ্গে তার কাজ করার কথা ছিল। সাবস্ক্রিপ্ট পড়ে শোনানোর জন্য তাকে ডাকা হয়েছিল। নায়িকা তার ভাইয়ের সঙ্গে সেখানে গিয়েছিলেন বলে জানান। সেখানে গিয়ে খাওয়া, আড্ডা হলেও কাজ হয়নি।
এ প্রসঙ্গে তার ভাষ্য ছিল, ‘বলেন দুজনে স্টেপ না নিলে এগোনো যায় না এক্ষেত্রে। তার মতে আসলে ‘ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না। কেবল কারও ইচ্ছেকে উসকে দেওয়া হয়।’
সূত্র : হিন্দুস্তান টাইমস