বরিশালে ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাঁধ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।
সোমবার (১৬ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে, শহরতলীর চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীর তীরে বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের আসিতে সমাপ্ত উন্নয়ন প্রকল্প ও ৪৩০ টি ছোট নদী, খাল, জলাশয় এর উদ্বোধন করা হয়। এ সময় একই সঙ্গে বৃষ্টি নতুন অনুমোদিত উন্নয়ন প্রকল্পের করেন তিনি।
বরিশাল শহরতলীর তরবারিয়া এলাকার দীর্ঘদিনের কাঙ্খিত এ বাঁধের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সেখানে জড়ো হয় হাজার হাজার স্থানীয় বাসিন্দা। তারা জানান, দীর্ঘ ৫০ বছর ধরে তারা এখানে একটি বাঁধ নির্মাণের প্রত্যাশা করে আসছিলেন। কীর্তনখোলা নদীর তীরে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এইবাধ নির্মাণ হওয়ার ফলে, কীর্তনখোলা নদীর ভাঙ্গন থেকে চরবাড়িয়া এলাকার রক্ষা পেয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।
অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়া বাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুচ, বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম সহ বরিশাল বিভাগ এবং জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মর্তুজা জুয়েল/পূর্ণিমা/দীপ্ত নিউজ