আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক (চাকসু) ভিপি নাজিম উদ্দিন ও জিএস আজিম উদ্দিন আহমেদের নেতৃত্বে এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে তারা সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
রবিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজেদের দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন দলের চেয়ারম্যান ভিপি নাজিম উদ্দিন।
নাজিম বলেন, ঢাকায় নবগঠিত দলের কনভেনশন হবে। সেখানে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। দলে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিনের নাম রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সদস্য সচিব চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদ।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংকট থেকে পরিত্রাণের উপায় হিসেবে একটি গণতান্ত্রিক ধারার উন্মেষ সময়ের দাবি। তাই দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধারা একত্রিত হয়ে একটি ভিন্ন ধারার রাজনৈতিক প্লাটফর্ম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসএ/দীপ্ত নিউজ