ইসরায়েলকে সহায়তার অংশ হিসেবে ভূমধ্যসাগরে বিমানবাহী দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল (১৪ অক্টোবর)
দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই ঘোষণা দিয়েছেন।
এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল, নৌ ও আকাশ পথে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সেখানে দেশটির বোমা হামলায় একদিনে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ।
ইসরাইলের হামলায় নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার দুইশ ছাড়িয়েছে। শনিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৭২৪টি শিশু রয়েছে। আর নারীর সংখ্যা ৪৫৮। আর হামাসের হামলায় ইসরাইলে প্রাণ হারিয়েছে অন্তত ১৩শ জন।
আল / দীপ্ত সংবাদ