যশোরের অভয়নগরে অনুষ্ঠিত হয়েছে মতুয়া সম্প্রদায়ের মহাসম্মেলন।
রবিবার (১৫ অক্টোবর) সকালে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলার শংকরপাশা হাইস্কুল মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে নারীরা লাল, সাদা, হলুদ শাড়ি এবং পুরুষেরা ধুতি, পাঞ্জাবী পরিধান করে ঢাকের তালে তালে নৃত্য করতে করতে শোভাযাত্রা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি অভয়নগর–নওয়াপাড়া শহর প্রদক্ষিণ করে শংকারপাশা হাইস্কুল মাঠে শেষ হয়। এতে অংশ নেয় আশপাশের কয়েক হাজার মতুয়া ভক্তরা।
শোভাযাত্রা শেষে শংকরপাশা হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীশ্রী হরি–গুরুচাদঁ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়া শ্রীমতী সুবর্ণা ঠাকুর, মহামতুয়াচার্য শ্রীপদ্মনাভ ঠাকুর।
জুবায়ের আহমেদ/শায়লা/দীপ্ত নিউজ