ওবায়দুল কাদের বলেন, ‘এরই মধ্যে তারা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। কোথায় কত টাকা-পয়সা তারা দেবে, সবকিছুর খোঁজখবর আমাদের কাছে আছে। টাকার উৎসও আমরা জানি। শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে।’
বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, তাদের আন্দোলনের মূল লক্ষ্য রাজনৈতিক সরকার পরিবর্তনের। বৈশ্বিক কারণে দেশ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা উত্তোরণ তাদের লক্ষ্য নয়। তাদের উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া। সেই পরিবর্তন কেবল নির্বাচনের মধ্য দিয়েই হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন চায়। তাদের শর্ত সেটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীন। অথচ যেটার কোনো অস্তিত্ব নেই। যেটা আদালত নাকচ করে দিয়েছে। কাজেই নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীন। এটি কোনো আজিজ মার্কা কমিশন না। এটির আইনগত ভিত্তি আছে। ভুলত্রুটি থাকলে তা দূর করে তারা ভবিষ্যতে আরও পারফেক্ট হবে। এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেয়ায় আপত্তির কোনো কারণ দেখছি না।