জমে উঠেছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বাগবাটি জলপাইয়ের হাট। প্রতিদিন বিক্রি ৪ থেকে ৫ লাখ টাকা। চাহিদা থাকায় দুর-দুরান্ত থেকে ব্যবসায়ীরা জলপাই কিনতে যান এই হাটে।
ক্রেতা-বিক্রেতাদের হাক-ডাকে সরগরম সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি হাট। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলে জলপাই বেচাকেনা। কেজিপ্রতি দাম ১৫ থেকে ৩০ টাকা। স্থানীয়দের কাছ থেকে পাইকারি দরে কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠান ব্যবসায়ীরা।
মৌসুম শুরুর আগে আগাম জামানত দিয়ে জলপাই বাগান কেনেন ব্যবসায়ীরা। পরিপক্ব হলেই শুরু হয় ফল সংগ্রহ। মান ও গুণের কারণে এখানকার জলপাইয়ের চাহিদা বেশি।
এবছর বাগবাটির ৩১ হেক্টর জমিতে জলপাই চাষ হয়েছে। উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। বাগবাটি জলপাই হাটের পরিধি বাড়ানোসহ যাতায়াত ব্যবস্থা আরো উন্নত করার দাবি স্থানীয়দের।