চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
শনিবার (১৪ অক্টোবর) ভোর ছয়টা থেকে বরিশাল নগরের স্ব–রোডস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরে অগ্রগামী যুব সংঘের আয়োজনে মহালয়া উপলক্ষ্যে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। ভোরে প্রদীপ প্রজ্জ্বলন ও উলুধ্বনীর সাথে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের পরিবেশনায় পূজার আগমনী গান দলীয় সংগীত পরিবেশন হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন “গীতিনাট্য” দুর্গে দুর্গতিনাশিনী পরিবেশন করা হয় ।
রাধা গোবিন্দ নিবাস পূজা উদযাপন পর্ষদের সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র দে বলেন, বরিশালে শারদীয় উৎসব ছড়িয়ে দিতে মহালয়া অনুষ্ঠান আমরা আয়োজন করা হয়। আজ থেকে বাঙালির শারদীয় দুর্গা উৎসব শুরু।
এছাড়াও বরিশাল নগরের হাসপাতাল রোডে গুপ্তকর্নার মোড়ে অষ্টোকোনা লোকনাথ মন্দিরের আয়োজনে মহালয়া উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরের শংকর মঠের উদ্যোগে নগর পরিক্রমা আয়োজন করা হয়।
এই দিনেই দেবীপক্ষ শুরু হয়েছে। মর্ত্যলোকে শান্তি ফেরাতে ব্রক্ষ্মা দেব এই দিনে দেবীদুর্গাকে মহিষাসুরকে বধের অনুমতি দেন।
মণ্ডপে দুর্গাপূজার ক্ষণগণনাও শুরু হয় এদিন থেকে। ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনু্ষ্ঠানিকতা শুরু হবে। বরিশাল জেলায় ৬০০ টি ও মহানগরে ৪৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবার।
মর্তুজা জুয়েল/পূর্ণিমা/দীপ্ত নিউজ