ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ও সামাজিক সংগঠন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ বিভাগের বর্তমান এমবিএ শিক্ষার্থীদের কর্মজীবনের বাস্তবতা ও শিক্ষা সমাপনীর পর প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের দক্ষ ও যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপনের লক্ষ্যে ১৩ অক্টোবর ২০২৩ তারিখ রোজ শুক্রবার বাংলামোটরস্থ ক্লাব হাউজে গ্রাজুয়েট রেডিনেস ইনিশিয়েটিভ নামে এক কর্মশালার আয়োজন করেছে।
এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের আশিজন গ্ৰ্যাজুয়েট অংশগ্ৰহন করেন। কর্মশালার শুভ উদ্বোধন করেন ক্লাবের সম্মানিত সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার আতাউর রহমান।
কর্মশালায় কিভাবে চাকরীপ্রার্থীরা সিভি প্রস্তুত করবেন এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ব্র্যাক ব্যাংকের লিমিটেড পিলসি এর এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব কায়সার রাজিব শেরপা।
চুড়ান্ত নিয়োগের ইন্টারভিউ এ নিজেদের প্রস্তুত করার বিষয়ে নির্দেশনা ও মক টেস্ট সেশন পরিচালনা করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের এজিএম মোঃ রেজাউল হোসেন।
প্রশিক্ষকগণ প্রার্থী চয়নের ক্ষেত্রে রিক্রুটাররা কোন বিষয়গুলো অপেক্ষাকৃত গুরুত্বের সাথে মূল্যায়ন করেন ও শিক্ষা জীবনে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের সাথে সম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন। তিনি তার বক্তব্যে ক্লাবের কার্যক্রম নিয়ে তার প্রত্যাশা ব্যক্ত করেন ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের কল্যাণে ক্লাবের কার্যক্রমের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
অনুষ্ঠানে আয়োজকগণ জানান, কর্পোরেট দুনিয়ার চাহিদা ও চাকুরী প্রত্যাশীদের মাঝে চাহিদা ও যোগানের মেলবন্ধন তৈরিতে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড এ ধরণের আয়োজন নিয়মিতভাবে করে যাবে।