নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৪২.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছেছে কিউইরা।
শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ে এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। মুশফিকুর রহিমের হাফ–সেঞ্চুরির সাথে অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের চল্লিশোর্ধ ইনিংসের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রাচিন রবীন্দ্রর উইকেট হারায় নিউজিল্যান্ড। নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে রাচিন রবীন্দ্রকে মুশফিকুর রহিমের কাছে তালুবন্দি করেন মুস্তাফিজ। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন রবীন্দ্র। তার বিদায়ের পর ক্রিজে আসেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামস।
এরপর একের পর এক ডট বল খেলা কিউইরা পাওয়ার–প্লে শেষে ঘুরে দাঁড়াতে শুরু করেন। উইলিয়ামসনকে সঙ্গী করে শুরু ধাক্কা সামাল দেন ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮০ রান। ইনিংসের ২১তম ওভারে সাকিবের করা প্রথম বলে কনওয়ে রিভার্স সুইপের চেষ্টা করলে বল গিয়ে লাগে পায়ে। সাকিবের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন কনওয়ে। তাতে অবশ্য বাঁচতে পারেননি এলবিডব্লিউ থেকে। ফিফটি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় কিউই ওপেনারকে।
এরপর ড্যারেল মিচেলকে সঙ্গে নিয়ে জয়ের দিকে এগোতে থাকেন কেন উইলিয়ামসন। অনেকটা ঠাণ্ডা মাথায়ই খেলছেন কিউই অধিনায়ক, মিচেল কিছুটা আক্রমণাত্মক। ৮১ বলে অর্ধশতক পূর্ণ করেন উইলিয়ামসন। ড্যারেল অর্ধশতক করেন ৪৩ বলে। হাফসেঞ্চুরি করে বাংলাদেশের ওপর চাপ বাড়িয়ে উইলিয়ামসন ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ৭৮ রান করার পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। তার ১০৭ বলের ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছয়ের মার।
শেষ পর্যন্ত ড্যারেল মিচেলের অপরাজিত ৮৯ ও গ্লেন ফিলিপসের অপরাজিত ১৬ রানে ৪২.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে কিউইরা।
আল আমিন/ দীপ্ত সংবাদ