“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসন কালেক্টর চত্বর থেকে র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরের চত্বরে এসে মিলিত হয়। সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হাসান মাছুদ এর সভাপতি অনুষ্ঠানের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, ফায়ার সার্ভিস কর্মকর্তা সাজ্জাদুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সর্বসাধারণের সুবিধা ও সচেতনতা বিয়ের সৃষ্টির লক্ষ্য ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/পূর্ণিমা/দীপ্ত নিউজ