“ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি শহরের বাসস্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান। মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জমির মোহাম্মদ হাসিবুর সাত্তারসহ বিভিন্ন খামারি ও প্রাণিসম্পদ বিভাগের উপকার ভোগিরা র্যালিতে অংশ নেয়। পরে সেখানে ডিমের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাকির হোসেন/শায়লা/দীপ্ত নিউজ