বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্র দেখে কেঁদেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি জানিয়েছেন এ সিনেমার অভিনেতা জায়েদ খান।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিতে অন্যদের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান। ‘বাংলার কসাই’ খ্যাত টিক্কা খান চরিত্রে দেখা যায় তাকে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিটি দেখেছেন জায়েদ। পরে এ বিষয়ে তার সঙ্গে কথা হয় কালবেলার। নিজের অভিনয় কেমন লাগল, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার ক্যারেকটার তো অল্প। সবার অভিনয়ই ভাল লেগেছে।
জায়েদ খান আরও বলেন, ‘পুরো সিনেমাটা প্রধানমন্ত্রীর সঙ্গে বসে দেখেছি, এটা অন্যরকম এক অনুভূতি। তিনি আমাদের অনেকক্ষণ সময় দিয়েছেন।’
সিনেমা দেখে অশ্রুসিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী। তার চোখের পানি ব্যথিত করেছে জায়েদকেও। চিত্রনায়ক বলেন, ‘আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অনেক কেঁদেছেন। আমার দেখে খারাপ লেগেছে। কাঁদাটা স্বাভাবিক। মেয়ে হিসেবে তিনি তার বাবাকে নিয়ে তৈরি সিনেমা দেখেছেন। আপা অনেক স্যাড হয়ে গিয়েছিলেন। আমরা যখন কথা বলেছি তখন চোখের পানি ঝরছিল তার, তিনি তা মুছছিলেন।’
এ দিন বিভিন্ন তারকার সঙ্গে ছবি তুলেছেন প্রধানমন্ত্রী। জায়েদ খান বলেন, ‘আপা সবাইকে অনেক সময় দিয়েছেন। সবার সঙ্গে ছবি তুলেছেন’।
সিনেমাটি আবার দেখবেন এই চিত্রনায়ক। পরেরবার পরিবার ও বন্ধুদের নিয়েই দেখবেন বলে জানিয়েছেন জায়েদ খান।
শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ছবি ‘মুজিব : একটি জাতির রূপকার’। দেশের ১৫৩টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
শায়লা/দীপ্ত নিউজ