প্রতি বিশ্বকাপেই নানা অঘটনার সাক্ষী হন ক্রীড়াপ্রেমীরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও এর ব্যতিক্রম ছিলোনা। সেমিফাইনালের আগেই ঘটে গেছে নানা রোমাঞ্চকর ঘটনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অষ্টম আসরকে বলা হচ্ছে অঘটনের বিশ্বকাপ। প্রথম পর্বে শ্রীলংকাকে ৫৫ রানে হারিয়ে অঘটনের সূচনা করে নামিবিয়া।
এরপর স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের চমকে প্রথম পর্ব থেকেই বাদ পড়ে সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের কাছেই হারে ক্যারিবিয়রা।
আরো বড় চমক তৈরি হয় দ্বিতীয় পর্ব সুপার টুয়েলভে। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া। যার ধাক্কা সামলে উঠতে না পারায় সেমিফাইনালে উঠতে পারেনি তারা।
এরপর বিরাট কোহলির অবিশ্বাস্য ইনিংসে পাকিস্তানকে হারায় ভারত। ৫৩ বলে ৮২ রানের ইনিংসকে শুধু বিরাটের ক্যারিয়ারই নয়, বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস হিসেবে আখ্যা দেয়া হচ্ছে।
শেষপর্যন্ত সেমিফাইনালে উঠলেও, জিম্বাবুয়ের কাছে হেরে বিপাকে পড়েছিল অন্যতম ফেবারিট পাকিস্তানও।
সবশেষ অঘটন ঘটে সুপার টুয়েলভের শেষ দিনের প্রথম ম্যাচে। সেমিফাইনালের দোরগোড়ায় থাকা সাউথ আফ্রিকা বাদ পড়ে নেদারল্যান্ডসের কাছে হেরে। যার জন্য সুযোগ পায় পাকিস্তান।