আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংশতার আশঙ্কা করছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহবান জানিয়েছে সংগঠনটি। পরে সিইসি জানান, সংঘাত যেন না হয় সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হবে।
সম্প্রতি দুর্গা পূজা নিয়ে কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের এ মন্তব্যে নানা সমালোচনার শুরু হয়। এর আগে গত কয়েক দিনে বিভিন্ন মণ্ডপে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে।
এসব ঘটনা সামনে এনে বুধবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে দেখা করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে পরিষদের নেতারা কথা বলেন, সংবাদমাধ্যমে সাথে।
তিনি দাবি করেন, রাজনৈতিক দলগুলোও তাঁদেরকে দাবার ঘুঁটি হিসাবে ব্যবহার করেছে আসছে। আগামীর পরিস্থিতি কেন আরও বেশি খারাপ হতে পারে তারও ব্যাখা দেন তিনি। পরে কমিশনের অবস্থান তুলে ধরেন, প্রধান নির্বাচন কমিশনার। সিইসি জানান, কেবল নির্বাচনের সময়ই নয়, সাম্প্রদায়িক সংঘাত কখনোই কাম্য নয়।
আল / দীপ্ত সংবাদ