শনিবার, নভেম্বর ৯, ২০২৪
শনিবার, নভেম্বর ৯, ২০২৪

মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা-বেচায় নিষেধাজ্ঞা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ইলিশের প্রধান প্রজন্ম মৌসুম মা ইলিশ রক্ষায় ১২ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর পর্যন্ত অর্থাৎ ২২দিন মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । নিষেধাজ্ঞার সময় মা ইলিশ মাছ আহরণ পরিবহন বাজার জাত মজুদ করায় ও ক্রয় বিক্রয় সম্পন্ন নিষেধ ঘোষণা করেছে সরকার।

এর আগে গত ২০ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর (২৭ আশ্বিন থেকে ১৭ কার্তিক ১৪৩০) পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।

এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহণ, ক্রয়বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। ইলিশ আহরণ নিষিদ্ধ থাকাকালে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে।

 

 

আল / দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More