বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই, প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারানো সম্ভব বলে মনে করেন, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় শুরু হচ্ছে ম্যাচ।
উড়ন্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগেও যে দল নিয়ে খোদ হেড কোচেরই শঙ্কা ছিলো, আফগান বধের পর সেই হাথুরুসিংহই নতুন কোরে স্বপ্ন দেখাচ্ছেন সমর্থকদের।
তবে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে কেবল একটি বা দুটি ম্যাচ নয়, ধারাবাহিকভাবে বেশ কিছু ম্যাচ জিততে হবে টাইগারদের। আফগান বাধা ডিঙানো যতটা সহজ ছিলো, ইংলিশ বধ তার থেকে বেশি কঠিন। তারপরও ম্যাচের আগে বাংলাদেশের স্পিন কোচ আস্থা রাখছেন সাকিব–মিরাজ–মুশফিকদের ওপর।
অন্যদিকে, ইংলিশ অধিনায়ক জশ বাটলার সাফ জানিয়ে দিয়েছেন, প্রথম ম্যাচের ভুল–ত্রুটি এ ম্যাচে কাটিয়ে ওঠার পাশাপাশি, বিশ্বকাপ ধরে রাখার কাজটা ধর্মশালা থেকেই শুরু করতে মরিয়া তারা।
পুরিপুরি ফিট না হওয়ায় এই ম্যাচেও দেখা যাবে না, ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে।
তবে প্রতিপক্ষ বা উইকেট কন্ডিশন নয়, ম্যাচের আগের দিন দু‘দলই বিরক্ত স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে। তারপরও নিজেদের জায়গা থেকে সেরাটাই দিতে চায় বাংলাদেশ।
এসএ/দীপ্ত নিউজ