মুন্সীগঞ্জে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রীর নাম রোমানা আক্তার। তিনি মুন্সীগঞ্জ সদরের বাঘাইকান্দি এলাকার রুহুল আমিনের মেয়ে।
নিহতের মা রানী বেগম বলেন, গতকাল রোমানার দুই বছরের ছেলে রাফসানের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রোমানার শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত না দেওয়ায় তার স্বামী ক্ষিপ্ত হয়ে শিশু রাফসানকে ঘরে আটকে রাখেন। রোমানা সেই ঘর থেকে রাফসানকে বের করে আনতে গেলে নাদিম তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।
রানী বেগম আরও বলেন, রক্তাক্ত অবস্থায় রোমানাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের গলায় কয়েকটি আঘাতের চিহ্নও রয়েছে।
মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাদিমের মা আসমা বেগম ও বোন আঁখি বেগমকে আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান।
এসএ/দীপ্ত নিউজ