বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (৯ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
১৩ তম আসরের যাত্রাটা মনে রাখার মতোই শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচেই ইংলিশদের বিপক্ষে রাচিন রাভিন্দ্র ও ডেবন কনওয়ের জোড়া সেঞ্চুরির পাশাপাশি ৯ উইকেটের জয় নিয়ে জানিয়ে দেয় ২০২৩ বিশ্বকাপে তাদের আগমনী বার্তা। এবার সেই ধারাই বজায় রাখাই লক্ষ্য নেদারল্যান্ডসের বিপক্ষে।
ইংলিশদের বিপক্ষে ম্যাচে ছিলেননা অধিনায়ক কেইন উইলিয়ামসন। তবে ডাচ মিশনের আগে দলের সাথে অনুশীলনে যোগ দিলেও মাঠে নামা নিয়ে রয়েছ অনিশ্চয়তা। এছাড়াও ইনজুরির কারনে টিম সাউদি, লকি ফার্গুসনের মতো খেলোয়াড়দের নিয়েও রয়েছে শঙ্কা।
ডাচদের বিপক্ষে ব্ল্যাক ক্যাপ্সরা আতীতে মুখোমুখি হয়ছে চারবার। যেখানে কোনোবারই কিউইদের সামনে টিকতে পারেনি স্কট অ্যাডওয়ার্ডস বাহিনী।
এদিকে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপের যাত্রা শুরু করেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে কিউইদের বিপক্ষে ঘুরে দাড়ানোই লক্ষ্য ডাচদের।
এসএ/দীপ্ত নিউজ