ফরিদপুরের ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আগমনকে সামনে রেখে ভাঙ্গাজুড়ে শুরু হয়েছে সাজসজ্জার কাজ।
মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু হয়ে ফরিদপুর ভাঙ্গা রেল সংযোগের উদ্বোধন করবেন। এরপর তিনি আওয়ামী লীগ ভাঙ্গার ফরিদপুর জেলা শাখার আয়োজনে ফরিদপুরের ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর আগমন ও নিরাপত্তা নিয়ে দফায় দফায় বৈঠক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ভাঙ্গা এলাকাজুড়ে নিরাপত্তার জন্য জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠপর্যায়ে অভিযান শুরু করেছে।
প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আনন্দ বিরাজ করছে। পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য সৃষ্টি। ওই সেতুর রেললাইন উদ্বোধন করতে যাচ্ছেন তিনি। যা আমাদের জন্য গর্বের বিষয়। এই রেললাইনটি উদ্বোধন হলে দক্ষিণবঙ্গের ২১টি জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ হবে।
সবুজ/পূর্ণিমা/দীপ্ত নিউজ