মিনিটে ২০৮ বার ফুটবলে পায়ের টোকা দিয়ে, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বান্দরবানের প্রেন চ্যাং ম্রো। পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে, এটিই প্রথম আন্তর্জাতিক রেকর্ড।
প্রেন চ্যং ম্রো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশুনার পাশাপাশি, তার ধ্যান-জ্ঞান ফুটবল। স্কুল জীবন থেকেই ফুটবলে আছে নানা পুরস্কার। স্বপ্ন দেখেন বিশ্বজয়ের।
মোস্ট ফুটবল ট্যাপস ইন ওয়ান মিনিট বা এক মিনিটে সবচেয়ে বেশিবার ফুটবল ট্যাপ করার রেকর্ডটি এতদিন বাংলাদেশের দখলেই ছিলো। এর আগে কুমিল্লার কনক কর্মকার মিনিটে ১৯৭ বার ট্যাপ কোরে গড়েছিলেন বিশ্বরেকর্ড। গত ২৪ এপ্রিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ভিডিও পাঠান প্রেন চ্যং ম্রো। যাচাই বাছাই শেষে, বুধবার তাকে ফিরতি মেইল পাঠায় সংস্থাটি। মেলে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি।
এই সাফল্যে খুশি তার পরিবার, স্বজন ও শিক্ষকরা। ঢাকার বিসিএল ও চট্টগ্রামের প্রিমিয়ার লিগের হয়ে খেলেন প্রেন ম্রো।