চুয়াডাঙ্গা সীমান্তে কোটি টাকার স্বর্ণের বার কোমরে বেঁধে ভারতে পাচারের সময় নদীতে ডুবে মিরাজ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার(৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিরাজ হোসেন একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, দীর্ঘদিন থেকে ভারতে স্বর্ণ চোরাচালান করে আসছিলেন মিরাজ। রবিবার বিকেলে বিপুল পরিমান স্বর্ণের বার কোমরে বেঁধে নদী পথে বাংলাদেশ থেকে ভারতে পাচার করছিলেন তিনি। এক পর্যায়ে নদীর পানিতে ঢুবে নিখোঁজ হন তিনি। নিখোঁজের দুই ঘন্টা পর তার মরদেহ ভেসে ওঠে। পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগীতায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা–৬ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, মিরাজের দেহ তল্লাশি করে ছোট–বড় মিলিয়ে ৬৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ১০ কেজি ২৬৩ গ্রাম যার বাজার মূল্য আনুমানিক ৯ কোটি ২০ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।
জান্নাতুল আওলিয়া/পূর্ণিমা/দীপ্ত নিউজ