৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সহযোগিতার ওপর ইসিকে নির্ভর করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
শনিবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের আওতাধীন মাঠপর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার শুরুতে তিনি একথা জানান।
কমিশন প্রধান আরও জানান, সরকারের পাশাপাশি প্রশাসন ও আইন–শৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গেও কমিশনের সমন্বয় প্রয়োজন। তিনি আশ্বস্ত করেন, জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।
সভায় অংশ নেন আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা।
এসএ/দীপ্ত নিউজ