বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) জন্য ১১০ টন ডিএপি ও টিএসপি সার কিনবে সরকার। এসব সার কেনায় মোট খরচ হবে ৬৩২ কোটি টাকা। আফ্রিকার দেশ মরক্কো থেকে এসব সার কেনা হবে।
বুধবার (৪ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সচিব সাঈদ মাহবুব খান এসব তথ্য জানান। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন।
সাঈদ মাহবুব জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস এ থেকে সপ্তম লটে ৪০ হাজার টন ডিএপি সার ২৫১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ ছাড়া বিএডিসির জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ থেকে ৮ম লটে ৪০ হাজার টন ডিএপি সার ২৫১ কোটি ২৭ লাখ ৭০ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
তিনি আরও জানান, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ থেকে নবম লটে ৩০ হাজার টন টিএসপি সার কেনা হবে। এই লটে সার কিনতে মোট ব্যয় হবে ১২৯ কোটি ৬৯ লাখ টাকা।
শায়লা/দীপ্ত নিউজ