ডাচদের বিপক্ষে টপঅর্ডার ব্যর্থ হলেও সহজ জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো পাকিস্তান। কিন্তু ম্যাচের শুরুতে তাদের নড়বডে ব্যাটিং দেখে অনেকে হয়তো চমকের অপেক্ষা করছিলেন।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে, ৩৮ রানে তিন উইকেট হারায় পাকিস্তান।
এরপর ব্রিজওয়ান ও শাকিল শুরুর চাপ সামাল দেন ১২০ রানের কার্যকরী জুটি গড়ে নেদারল্যান্ডসের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়ে, সৌধ শাকিল ৩২ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।
থেমে ছিলেন না মোহাম্মদ রিজওয়ানও। হাঁকান তার ক্যারিয়ারের ১৩তম ফিফটি।
মারিলের বিদায়ের পর প্যাভিলিয়নে ফেরেন রিজওয়ানও। দ্রুত বিদায় নেন ইফতিখার আহমেদ। মাঝে শাদাব নওয়াজের ৬৪ রানের জুটিতে, এক ওভার বাকি থাকতে, ২৮৬ রানে গুটিয়ে যায় ম্যান ইন গ্রিন পাকিস্তান। ডাচ পেসার ডি লিড শিকার করেন চার উইকেট।
চ্যালেঞ্জিং স্কোরের বিপরীতে দলীয় ৫০ রানে ম্যাক্স ও দাউদ এবং কলিন অ্যাকারম্যানের উইকেট হারায় নেদারল্যান্ডস। তবে “তৃতীয় উইকেটে বাস ডি লিডি‘র সাথে ভিক্রমজিৎয়র ৭০ রানের জুটিতে কিছুটা ভিত পায় তারা।
৫২ রান করে নিক্রমজিৎ ফিরে যাওয়ার পরই হঠাৎ ছন্দপন ডাচদের। ১২০ থেকে ২০৫, এই ৮৫ রানের মধ্যে সাত উইকেট হারায় তারা। মাঝে ডি লিজির ৬৭ রানের এক ইনিংস শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে।
৯ ওভার বাকি থাকতেই ২০৫ রানে অলআউট হয়ে যায় প্রতিপক্ষরা।
এসএ/দীপ্ত নিউজ