প্রধানমন্ত্রী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মিথ্যা আশ্বাস দিচ্ছেন বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে, শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদের একাংশ।
সমাবেশে তিনি বলেন, কোনো কৌশল করে লাভ হবে না। সরকারকে বিদায় নিতেই হবে।
এ সমাবেশে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও যোগ দেন। এসময় বক্তারা সরকারের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার অভিযোগ আনেন।
সমাবেশে প্রধান অতিথির বক্ত্যবে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই তাদের নেতাকর্মীদের আইনি জালে জড়ানো হচ্ছে।
তিনি দাবি করেন, সরকার আইনের ভুল ব্যাখ্যা দিয়ে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না।
গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ বাঁচাতে, সবাইকে রাজপথে নামার আহবান জানান বিএনপি মহাসচিব।
এসএ/দীপ্ত নিউজ