৪ বছর পর আরেকটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আজ বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল নিউজিল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপের গত আসরে ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল নিউজিল্যান্ডের। ভারত বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে সেই ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে রানার্সআপ হওয়া দলটি। কনওয়ে ও রাচিনের জোড়া সেঞ্চুরিতে ফাইনালে পরাজয়ের বদলা নিল নিউজিল্যান্ড।
আহমেদাবাদে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৮২ রান তোলে জশ বাটলারের দল। জবাবে নেমে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের ২৭৩ রানের জুটিতে ৩৬.২ ওভারে ৯ উইকেট ও ৮২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড।
রানতাড়ায় এক প্রকার ছেলে–খেলাই করছে দুই কিউই ব্যাটার কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। যা দুজনকেই রেকর্ডগড়া জোড়া সেঞ্চুরি এনে দিয়েছে। রাচিন রবীন্দ্র নিজের অভিষেক বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। তার আগেই কনওয়ে পেয়েছেন ওডিআই ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। শেষ পর্যন্ত সেই সেঞ্চুরিকে ব্যক্তিগত দেড়শ রানে নিয়ে গেছেন কনওয়ে।
মাত্র ৮৩ বলেই সেঞ্চুরি করেছেন কনওয়ে। যা চলতি বিশ্বকাপের প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরি।
ইংলিশদের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন স্যাম কারেন।
আল / দীপ্ত সংবাদ