ভারী বর্ষণে ভারতের সিকিমে আকস্মিক বন্যায় প্রাণ গেছে অন্তত ১৪ জনের। এখনও ২২ সেনাসহ নিখোঁজ রয়েছেন শতাধিক ব্যাক্তি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বন্যায় অন্তত ১৪টি সেতু ভেঙে পড়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে ৩ হাজারের বেশি পর্যটক আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিকিমে মঙ্গলবার রাতভর ভারী বর্ষণ হয়। অতি বৃষ্টির কারণে জেলার উত্তরাঞ্চলের লোনাক হ্রদের পানি উপচে পড়ে।
এর আগে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বন্যায় লাচেন উপত্যকার তাদের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে তিস্তা নদীতে হঠাৎ করে পানির স্তর ১৫ থেকে ২০ ফুট বৃদ্ধি পেয়েছে।
এসএ/দীপ্ত নিউজ