দিনাজপুর শহরের গোপালগঞ্জ বাজারের উপর মহাসড়কে চলাচলকারী ট্রাক তল্লাসী করার সময় একটি ট্রাক থেকে ৪২ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।
মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাত ১২ টার দিকে দিনাজপুর শহর সংলগ্ন গোপালগঞ্জ বাজার উপর মহাসড়কের উপরে তল্লাশি চালিয়ে একটি ট্রাকের থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার ও গাজা ব্যবসায়ী ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
আটককৃত গাজা ব্যবসায়ীরা হল কামরুল হাসান (২৭) সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কোল্লা পাথর গ্রামের জামাল হোসেনের ছেলে। মোঃ আল আমিন (৩২) ট্রাকের মালিক
সে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দক্ষিণ বিংলা বাড়ি গ্রামের মনু মিয়ার ছেলে। রমজান আলী (২৭) সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কৌয়া পাথর গ্রামের মালন মিয়ার ছেলে। সাইফুল ইসলাম (২৬) সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ভবানীপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। এনামুল হক (২৪) ট্রাক চালক, সে কুমিল্লা জেলার বামন নগর উপজেলার বামন নগর খানা বামন পাড়া গ্রামের আলি আহমেদের ছেলে। মারুফ হোসেন পুতুল (৪২) সে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ পৌর এলাকার থানা পাড়ার খুরশেদ আলমের ছেলে এবং নাঈম হোসেন (২৩) সে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মরিচকান্দা গ্রামের আব্দুল আলীমের ছেলে।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বিল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ দিনাজপুর শহরের গোপালগঞ্জ বাজারের মহাসড়কের উপর চলাচলকারী বাস ট্রাক তল্লাশি করার এক পর্যায়ে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি ট্রাক যার নাম্বার চট্টমেট্রো চ ১১–৯৫৮৩ নাম্বারের গাড়িটি তল্লাশি চালিয়ে তিনটি বস্তায় ৪২ কেজি গাঁজা বিশেষ কায়দায় পরিবহন করার সময় ট্রাক ড্রাইভার সহ হেলপারকে আটক করা হয়। এই গাঁজার মালিক তাদেরকে পিছনে অনুসরণকারী একটি মাইক্রোবাস যোগে আসার সময় মাইক্রো বাসের গাজার মালিকদেরকে গ্রেপ্তার করা হয়।
দিনাজপুরের গাঁজা ব্যবসায়ী মারুফ হাসান পুতুল এই গাঁজার চালানটি গ্রহণ করার জন্যই মাইক্রোবাসে উঠে বসে এবং তাদের সাথে একত্রিত অবস্থায় তাকে পাওয়া যায় । তিনি এই গাজা গ্রহণ করার জন্য এসেছেন।
জব্দকৃত গাঁজার বাজার মূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা । মাদক দ্আরব্টয নিয়ন্কত্রন আইনে মামলা দায়ের করেই গাজা ব্যবসায়দেরকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলে তিনি জানিয়েছেন ।
এসময় অভিযানের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সহ একদল পুলিশ সদস্য ।
সুলতান মাহমুদ / আল / দীপ্ত সংবাদ