ইতালিতে সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (৩ অক্টোবর) ইতালির ভেনিসের কাছে মেস্ত্রে জেলার একটি ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাসটি নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে বড় ট্র্যাজেডি অ্যাখ্যা দিয়েছেন ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো।
নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছে।
ভেনিস এবং নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের আনা–নেয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল। ক্যাম্পসাইট থেকে পর্যটকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় বাসটি ফ্লাইওভার থেকে পড়ে যায়।
তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটলো, এখনও বের করতে পারেনি কর্তৃপক্ষ। এ নিয়ে তদন্ত করছে প্রশাসন।
এসএ/দীপ্ত নিউজ