মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

ফেনীর পূজা মণ্ডপ পাহারা দিবে যুবলীগ ও ছাত্রলীগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফেনী২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, পূজা মন্ডপে নিরাপত্তার জন্য প্রত্যেক এলাকার জনপ্রতিনিধি, যুবলীগ, ছাত্রলীগদের নিয়ে কমিটি করে দেয়া হবে। তারা সবাই মিলে একসাথে সতর্ক থেকে পূজা মণ্ডপ পাহারা দিবে। জেলায় কোন বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে পৌরসভাস্থ আনন্দ কমিউনিটি সেন্টারে ফেনীর ১৪৭টি পূজা মণ্ডপে ব্যক্তিগত অনুদান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনুদানের টাকা বেশী না কিন্ত সকল মন্দিরে এ বার্তা পৌঁছে দিতে চাই যে সবার সাথে নিজাম হাজারী আছে। আমি ২০০৮ থেকে এ অনুদান দিয়ে আসছি কোন চাওয়াপাওয়া ছাড়া।

প্রধান অতিথি বলেন, সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই৷ দেশের জনগণ সকলের সমান অধিকার। শুসেন হিন্দু সম্প্রদায়েরর লোক কিন্তু সে যোগ্যতা দিয়ে রাজনীতি করছে, উপজেলা চেয়ারম্যান হয়ে মানুষের সেবা করছে। এখানে হিন্দু বলতে কোন শব্দ নেই। এ সময় দশমী ঘাটের সংস্কারের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ফেনী পৌরসভা মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, নিজাম হাজারীর হাতেই আপনারা নিরাপদ। তিনি যতদিন আছেন হিন্দু সম্প্রদায়ের সকল উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। নিজাম হাজারী ক্ষমতায় আসার পর থেকে আজ ১৩ থেকে ১৪ বছর হিন্দুদের প্রতি কোন অন্যায় অত্যাচার হয়নি। তিনি ফেনীর ইতিহাসে প্রথমবারের মতো সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে শুসেন চন্দ্র শীলকে মনোনীত করে হিন্দু সম্প্রদায়কে সম্মানিত করেছেন। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নিজাম হাজারীকে বিজয় করার জন্য কাজ করার আহবান জানান তিনি।

পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, নিজাম হাজারীর পক্ষ থেকে জেলার ১৪৭টি পূজা মণ্ডপে অনুদান দেয়া হয়েছে। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার ১৫টি পূজা মণ্ডপে অনুদান দেয়া হয়েছে।

অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের হাতে এ অনুদান তুলে দেন নিজাম উদ্দিন হাজারী এমপি।

 

 

আলমামুন/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More