তিন বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন পাবনা সুগার মিলের শ্রমিক–কর্মচারীরা। প্রতিষ্ঠানটি চালুর কার্যকর কোনো উদ্যোগ নেই। ফলে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও যানবাহন।
আখ বহনকারী প্রতিটি গাড়িতে মরিচা ধরেছে। অযত্নে–অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। নষ্ট হচ্ছে অবকাঠামো। গত তিন বছর ধরে প্রতিষ্ঠানটি বন্ধ। নেই শ্রমিক–কর্মচারী– কর্মকর্তাদের কোলাহল। বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ।
এই অবস্থায় শ্রমিক–কর্মচারীরা বেতন–ভাতা পাচ্ছেন না। আখের জমিতে এখন অন্য ফসল চাষ হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে মিলটি চালুর চেষ্টা চলছে বলে জানায় কর্তৃপক্ষ।
ঈশ্বরদীর দাশুড়িয়ায় ৬০ একর জমিতে প্রতিষ্ঠিত পাবনা সুগার মিল ১৯৯৭–৯৮ মৌসুমে বাণিজ্যক উৎপাদনে যায়।
আল / দীপ্ত সংবাদ