১৯
ম্যালেরিয়ার নতুন একটি টিকা ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই টিকাটি সস্তা এবং বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব।
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, আরটোয়েন্টিওয়ান/ম্যাট্রিক্স–এম নামের এ টিকা উদ্ভাবন করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি।
এটি ম্যালেরিয়ার বিরুদ্ধে সংস্থাটির সুপারিশ বা অনুমোদিত দ্বিতীয় টিকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দুটি টিকার কার্যকারিতা প্রায় সমান এবং একটি অপরটির চেয়ে ভালো বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সবচেয়ে বড় পার্থক্য হলো, দুটি টিকার উৎপাদনের মাত্রা।
এসএ/দীপ্ত নিউজ