শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

বিশ্বকাপে সবার ওপরে সাকিব

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপ মানেই যেন আলাদা উন্মাদনা ও রেকর্ড ভাঙাগড়ার খেলা। আর এবারের বিশ্বকাপে মাঠে নামার আগে দারুণ কিছুর অপেক্ষায় আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের মাঝে রান সংগ্রহের দিক থেকে সবার ওপরেই আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বিশ্বকাপে মোট ২৯টি ম্যাচ খেলে সাকিব করেছেন ১ হাজার ১৪৬ রান। গড় ৪৫.৮৪। বিশ্বকাপে সাকিবের সেঞ্চুরি রয়েছে ২ টি ও ১০ টি অর্ধ শতরান রয়েছে। তবে এখানেই শেষ হচ্ছেনা সাকিবের কীর্তি। বিশ্বকাপে সর্বকালের সেরা রান সংগ্রহের তালিকায়ও সাকিব আছেন ৯ নম্বরে। আর এবারের বিশ্বকাপেই থাকছে শীর্ষ তিনে উঠে আসার সুযোগ।

সেরা তিনে উঠতে তাকে করতে হবে মোটে ৩৮৬ রান। তাহলেই কুমার সাঙ্গাকারাকে টপকে ৩য় স্থানে আসবেন টাইগার অধিনায়ক। আর রিকি পন্টিংকে টপকে দ্বিতীয় স্থানে আসতে তার দরকার ৫৯৭ রান। বিগত বিশ্বকাপের মত ৬০০ রান করতে পারলে হয়তো সেরা দুইয়ে চলে আসবেন সাকিব। এই তালিকায় সবার ওপরে আছেন ভারতের লিটলমাস্টার শচীন টেন্ডুলকার। তিনি করেছেন ২ হাজার ২৭৮ রান।

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান ভিরাট কোহলির। এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলে ৪৬.৮১ গড়ে ১ হাজার ৩০ রান করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তার ঝুলিতে রয়েছে ২টি শতক ও ৬টি অর্ধশতক। বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দেও আছেন তিনি। রানের ট্যালি নিশ্চিত ভাবেই বড় করতে চাইবেন তিনিও।

এবারের বিশ্বকাপে ডাক পাননি মার্টিন গাপটিল। তবে অবসরেও যাননি তিনি। তালিকার তৃতীয় স্থানে তাই থাকছেন তিনিই। কিউইদের নির্ভরযোগ্য এই ওপেনার ২৭ ম্যাচে ৪৩.২৬ গড়ে করেছেন ৯৯৫ রান। তার ঝুলিতে রয়েছে ২টি শতক ও ৪টি অর্ধশতক। বিশ্বকাপের ব্যাক্তিগত সর্বোচ্চ (২৩৭) রানের রেকর্ডও আছে গাপটিলের নামে।

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার এখন পর্যন্ত বিশ্বকাপের ১৮টি ম্যাচে করেছেন ৯৯২ রান। তার গড় ৬২। ৪টি শতক ও ৩টি অর্ধ শতক রয়েছে এই অজি ক্রিকেটারের। ক্যারিয়ারের শেষ বেলায় থাকা ওয়ার্নারও নিশ্চিত ভাবেই আরও কিছু রান যোগ করতে চাইবেন নিজের নামের পাশে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ১৭টি ম্যাচ খেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৬৫.২ গড়ে করেছেন ৯৭৮ রান। বিশ্বকাপে মোট ৬টি শতক ও ৩টি অর্ধ শতক রয়েছে তার। আগের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত নিজের তৃতীয় বিশ্বকাপেও আলো ছড়াতে চান।

ইমাম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More