সোমবার, নভেম্বর ১০, ২০২৫
সোমবার, নভেম্বর ১০, ২০২৫

ভাতার দাবীতে ফেনীতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবীতে ফেনীতে কর্মবিরতি করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা।

সোমবার (২ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন জিতু বনিক, তানজিলা তাজনানা লাবন্য, মোর্শেদা শাকিলা ও নাহিন মু. মেহতাজুল ইসলাম।

তারা বলেন, নার্সিং এ ৯০ শতাংশ স্টুডেন্ট মেয়ে। আমাদের সপ্তাহে দিন করে মর্নিং, ইভেনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকাখাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদেরকে নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে আমাদের মেয়েদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পড়াশোনা শেষ করে ইন্টার্নশীপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশীপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।

তিনি আরো জানান, জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা দিনরাত সমানতালে ভূমিকা রাখলেও তারা অবহেলিত ও বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা দেয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More