দূর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্র যাত্রা করার পরদিন ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, ৩০ সেপ্টেম্বর “এম ভি হুমাইরা” নামে একটি লাইটারেজ জাহাজ চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা নিয়ে ঢাকার উদ্দেশ্যে সাগরে যায়। রওনা দেওয়ার ১০ঘন্টা পর হ্যাচ কভার ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজের ভিতর পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এসময় জাহাজের নাবিকরা মোবাইলের মাধ্যমে কোস্টগার্ডকে জানালে সবুজ বাংলা জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন সমূদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ড আরও জানায়, উত্তাল সমুদ্রে টানা কয়েক ঘন্টা অভিযান চালিয়ে বিপদজনক ভাবে ভাসতে থাকা জাহাজের ১৩ জন নাবিককে গভীর সমুদ্র হতে উদ্ধার করে কোস্ট গার্ড বার্থ পতেঙ্গায় নিয়ে আসা হয়।
উদ্ধার জাহাজের নাবিকরা জানান, তাদের জাহাজের আশেপাশে থাকা বিভিন্ন জাহাজে সহায়তা চেয়ে কোন সাহায্য না পেয়ে কোস্টগার্ডকে জানালে তারা তাদের উদ্ধার করে নিয়ে আসেন।
এসএ/দীপ্ত নিউজ