চুয়াডাঙ্গায় মাদক মামলায় লালন হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আইয়ুব আলী নামে অপর আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
রবিবার (১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত লালন হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা স্কুলপাড়ার রবিউল হক জোয়ার্দ্দারের ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ জুন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সদর উপজেলার হাতিকাটা গ্রামে লালন হােসেন এর বাড়ির পাশে অভিযান চালায়। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামী লালনের কাছে থাকা একটি বাজারের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ৮৪ এ্যাম্পুল বুপেনরফাইন ইনজেকশন উদ্ধার করে।
এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ণ অধিদপ্তরের উপ পরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে লালন হােসেন এবং সদর উপজেলার আলুকদিয়া নওদা পাড়ার নিয়ত আলীর ছেলে আইয়ুব আলীকে আসামী করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ–পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা সাহারা ইয়াসমিন একই বছরের ২৯ আগস্ট লালন হােসেন ও আইয়ুব আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
৭ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: মাসুদ আলী রোববার দুপুরে লালন হােসেনকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আরেক আসামী আইয়ুব আলীকে বেকসুর খালাস প্রদান করেন।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ