বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। এছাড়া বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে আবেদনের মতামত আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার (১ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।
এর আগে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকাকে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারের সাথে সম্মতি জানিয়ে আইন মন্ত্রণালয় জানান বিদেশে যেতে হলে বেগম জিয়াকে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে ।
মন্ত্রী বলেন, নির্বাহী আদেশে বিদেশে যেতে গেলেও আইনের প্রক্রিয়ার মাধ্যমে সেই নির্বাহী আদেশ দিতে হবে। আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না। প্রয়োজনের তাগিদে নির্বাহী আদেশে বাইরে নেয়ার সুযোগ আছে কিনা, এমন প্রসঙ্গে আনিসুল হক বলেন, দেশে সব কাজই আইনের মাধ্যমে করতে হবে। আইনের বাইরে গিয়ে করলে সেটা খারাপ দৃষ্টান্ত তৈরি করে। আইনি প্রক্রিয়ায় নির্বাহী আদেশে বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ আছে বলেও উল্লেখ করেন তিনি।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এছাড়া, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
আল / দীপ্ত সংবাদ