জামালপুরে নির্বিচ্ছন্নভাবে শারদীয় দুর্গা উৎসব পরিচালনার জন্য আসন্ন দুর্গাপূজা উদযাপন কমিটি ও সাংবাদিকদের সাথে জেলার পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০সেপ্টেম্বর) বিকেলে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাত উপজেলার পূজা উদযাপন কমিটির নেত্রীবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এবার জেলায় মোট দুইশ ছয়টি পূজামন্ডব হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দূর্গা উৎসব পালিত হবে। এদের মধ্যে ৯৮ স্থায়ী এবং ১০৮ টি অস্থায়ী পূজা মন্ডপ রয়েছে।
উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো, সোহেল আহমেদের সঞ্চালনায় পুলিশ সুপার মো, কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম,এ,জলির, জামালপুর প্রেসক্লাবের সভাপতি,হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রামু সোম, সাধারন সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, যুগ্ম সাধারন সম্পাদক, রাজিব সিংহ সাহা ইসলামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অঙ্কন কুমার সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন,দেশের বর্তমান অবস্থা মাথায় রেখে পূজা মন্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা বাড়াতে হবে।এছাড়াও শহরসহ জেলার যে সকল জায়গায় পূজামন্ডব রয়েছে সেখানে যানজট মুক্ত রাখতে জেলা পুলিশ সুপারের কাছে আহবান জানান।
পুলিশ সুপার মো,কামরুজ্জামান বলেন, শারদীয় দুর্গোৎসব নিরবিচ্ছিন্নভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সেই লক্ষ্যে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি পূজা মন্ডপের আশেপাশে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি থাকবে। এছাড়াও মাদক নিয়ন্ত্রণে জেলার প্রবেশদ্বার কঠোর নিরাপত্তা পোস্ট বসানো হবে। সরকারি মদের দোকান দুর্গাপূজার সাত দিন আগে থেকে বন্ধ রাখতে কাজ কবরে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনী কাজে সহায়তা করার জন্য ও উৎসবের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় রাখার জন্য উদযাপন কমিটির নেতৃবৃন্দদের কাছে অনুরোধ জানিয়েছে।
তানভীর/মোরশেদ আলম/দীপ্ত নিউজ