ফুটবল অনুশীলনের সময় ইনজুরিতে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে যান অধিনায়ক সাকিব আল হাসান। এরপর গুঞ্জন উঠে, ৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে।
তবে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব অবশ্যই খেলবে । তার ইনজুরি মোটেও গুরুতর কিছু না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’
সুজন আরও বলেন, ‘সাকিবের কিছুটা অস্বস্তি ছিল। এ কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। যদিও শুনছি সাকিবের ইনজুরি নিয়ে দেশে তোলপাড়। আসলে তেমন গুরুতর কোনো ইনজুরি না এটা। আমি বলছি, সাকিব ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।’
আল / দীপ্ত সংবাদ