বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগ থেকে মুক্তির সচেতনতার লক্ষ্যে দিনব্যাপী জামালপুরে সাওল হার্ট ও লাইফস্টাইল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে রোটারী ক্লাব অব জামালপুর এর আয়োজনে সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের সহযোগিতায় সাওল হার্ট ও লাইফস্টাইল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
‘আর নয় তেলের খাবার, বিনা তেলে রান্না এবার‘ এই শ্লোগান নিয়ে ক্যাম্পেইনার যাত্রা শুরু করেন।
উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীর সেলমের সঞ্চালনায় রোটারী ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাওল হার্ট সেন্টার বিডি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোহন রায়হান।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. প্রনয় কুমার দাস, শহর আ.লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, চিকিৎসা পরামর্শক হিসেবে ছিলেন কার্ডিওলজিস্ট ডাঃ ফারহান আহমেদ, ভিডিও বক্তব্যে অংশ নেন ভারতের সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা, হৃদরোগ ও লাইফ স্টাইল বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিমল ছাজেড়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, হৃদরোগ থেকে মুক্তি পেতে হলে প্রথমে লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। শুরু হবে ঘরের রান্না থেকে । সকল তেল মুক্ত রান্না করা খাবার খেতে হবে। নিয়মিত হাটাচলা যেমন করতে হবে, তেমনি বদ অভ্যাস গুলো পরিহার করতে হবে।
তারা আরও বলেন, হার্ট অ্যাটাক হলেই বাইপাস সার্জারি বা রিং পড়াতে হবে এমনটা থেকে সরে এসে কিভাবে চিকিৎসা করা যায় সেটা দেখতে হবে।
এসএ/দীপ্ত নিউজ