ফুটবল ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নড়েচড়ে বসেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ।
অফিসিয়ালি অভিযোগ প্রমাণিত হলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হতে পারে কাতালান ক্লাবটিকে। স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি বার্সেলোনার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে স্প্যানিশ কর কর্তৃপক্ষ দাসনিল নাইন্টি ফাইব নামক এক কোম্পানির কর প্রদানে অনিয়ম লক্ষ্য করে। যার মালিক স্প্যানিশ রেফারি কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকের। এরপরই তদন্তে নামে তারা।
অভিযোগ উঠে ১৮ বছর ধরে অনৈতিক ভাবে এনরিকের কাছে সাহায্য নিয়েছে ক্লাবটি।
আর এনরিকের কেলেঙ্কারিতে নাম জড়িয়েছেন কাতালান ক্লাবটির সাবেক দুই প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামুয়ে ও স্যান্ড্রো রাসেল।
এসএ/দীপ্ত নিউজ