চট্টগ্রাম থেকে ভালো খেলোয়ার তৈরির প্রত্যাশায় এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামকে আধুনিক মানের গড়তে সংস্কার কাজ শুরু করেছে জেলা ক্রীড়া সংস্থা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাঠের সৌন্দর্যবর্ধন ও মাঠ সংস্কার প্রকল্পের ভিত্তিরপ্রস্তর স্থাপন করেন সিজেকেএসের সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং সিজেকেএস এর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
এ সময় নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এই আউটার স্টেডিয়ামকে আধুনিক মানের মিনি স্টেডিয়াম গড়ে তুলতে পারলে চট্টগ্রাম থেকে ভালো খেলোয়ার তৈরি হবে বলে আশা তাদের।
রুনা আনসারী/শায়লা/দীপ্ত নিউজ