দেশের ক্রিকেটে চলমান ইস্যু তামিম–সাকিব। দেশের ক্রিকেটে একের পর এক আলোচনা সমালোচনা চলছেই। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর এবার ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে শুরুতেই তামিমের প্রসঙ্গ টানেন তিনি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ভিডিও বার্তা আপলোড করেন মাশরাফি।
মাশরাফি প্রথমে তামিমের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা বলেন। মাশরাফি বলেন, আমার কাছে কোনো দিক থেকে মনে হয়নি তামিমের অধিনায়ত্ব ছাড়া উচিত হয়েছে। তামিমের একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে ইনজুরি। ইনজুরি থাকলে কিছু করার নাই। বোর্ডও তামিমকে নিয়ে কম্পোর্ট ছিল। বোর্ড একটা জিনিস ক্লিয়ার করেছে যে, তামিমকে আমরা অধিনায়ক হিসেবে দেখেছি।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরও বলেন, সে জায়গা থেকে তামিম অধিনায়কত্ব আসলে ছাড়া প্রয়োজন ছিল কিনা ইনজুরির সঙ্গে মিলিয়ে সেটা তামিমই ভালো বলতে পারবে। বোর্ডের কেউনা কেউ তামিমের সঙ্গে কথা বলেছে। যেখানে সে উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হয়ে যাওয়ার পর সে আর দলে থাকতে চায়নি।
মাশরাফি আরও বলেন, বোর্ড ক্লিয়ার করেছে যে, তামিম অধিনায়ক থাকলে বোর্ডের কোনো সমস্যা নাই। এখণ পয়েন্ট ছিল তামিমের ইনজুরি। সে জন্য তামিমকে আরেকটু অপেক্ষা করা উচিত ছিল।
মাশরাফি বলেন, “দলের স্বার্থে যে কাউকে যেকোনো জায়গায় ব্যাটিং করতে হতে পারে। আমার কাছে মনে হয় সাকিব যেহেতু অধিনায়কত্ব নিয়েছেই, অধিনায়ক হিসেবে সাকিবই মেসেজের মাধ্যমে কিংবা এক মিনিট ফোনে কথা বলে বার্তাটি দিতে পারতো যে আমার একটা পরিকল্পনা আছে। আমি এ বিষয় পরে তোমার সঙ্গে কথা বলব। আমার মনে হয় পুরো জিনিসটা এখানেই চাপা পড়ে যেত।”
মোরশেদ আলম/দীপ্ত নিউজ