সারাদেশে যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ–ই– মিলাদুন্নবী। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহম্মদ (সা.) এর শুভ আবির্ভাব ঘটে।
বরগুনায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
বর্ণাঢ্য জশনে জুলুসের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি শুরু হয়। পবিত্র কলেমা খচিত ব্যানার, পোস্টার আর মিলাদুন্নবীর পতাকা নিয়ে জশনে জুলুসে যোগ দেন লক্ষাধিক মুসুল্লী। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাইতুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিনটি উপলক্ষে রাজনৈতিক দল, বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল, জিকির–আজকার, মোনাজাত, জশনে জুলুস (আনন্দ মিছিল), শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।
আল / দীপ্ত সংবাদ